
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬শে মার্চ তথা মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে হাতিয়া উপজেলা প্রশাসনে ও আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন, পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন সুমহ।
সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ, উপজেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা গোলাম সারওয়ার ও হাতিয়া থানার ওসি মোঃ জিসান আহমেদ।
স্বাধীনতা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন, এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা, এসময় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধোদের সংবর্ধনা দেওয়া হয় উপজেলা হল রুম পরিষদ মিলনায়তনে।