
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমতলী পৌর শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফের নেতৃত্বে যুবলীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমতলীর পৌর শহরের প্রধান প্রধান সড়কে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি আমতলীতে।
রোববার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। যান- বহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।