
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, দিক র্নিদেশনায় তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অফিসার ইনর্চাজ, দুমকি থানা, পটুয়াখালী এর র্সাবিক তদারকিতে দুমকি থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে
এলমা(৩৩), পিতা-মৃত মোনাছেফ হাওলাদার, মাতা-মমতাজ বেগম, সাং-বাশঁবুনিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী মাদক পরিবহনকালে দুমকি থানাধীন বাশঁবুনিয়া সাকিনে আসামী এলমার বসত ঘর হইতে ইং ২৫/০৩/২০২৪ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দুমকি থানার মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৯(ক) রুজু করা হয়। উল্লেখ যে, আসামী এলমান হাওলাদার ওরফে এলমা এর বিরুদ্ধে দুমকি থানা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।