
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো,মো.আমির হোসেন (৩৪), মো. রিয়াজ (২৭),মো.বদরুল (৩৪),মো.মনির হোসেন ওরফে রনি (২৬),রিনা বেগম (৩৪)।
এম.জে.সোহেল বলেন,গতকাল সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে