
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মোখলেছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বসত বাড়ির মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দূর্ঘটনায় নিহতরা হলেন ঠেলাগাড়ি চালক ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯), ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত সোনিয়া আক্তার (১২) তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জুড়ি থানা সূত্রে জানা গেছে।