
আজ ২৬ শে র্মাচ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন ১৯৭১ সালে এই দিনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে
দখলদার পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা ঝাঁপিয়ে পডে়ন,যার ফলে বিশ্বে মানচিত্রে একে দেয় এক লাল সবুজের পতাকা, অজিত হয় স্বাধীন র্সাবভৌম এক বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলায় স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন র্কমসূচি আয়োজন করা হয় এর মধ্যে ছিলো ৩১ বার তোপোধনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা।ভোর ৫:৫৬ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প র্অপণ করেন।এই সময়উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৩ সংসদ সদস্য এস এম শাহাজাদা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেপুষ্প র্অপণ করেন, উপজেলা র্নিবাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্প র্অপণ করেন,উপজেলা পরিষদের.চেয়ারম্যান মুশাহিন শাহ্,এছাড়াও পুষ্প র্অপণ করেন,পুলিশ প্রশাসন, গলাচিপা পৌরসভা, গলাচিপা ফায়ার র্সাভিস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বেসরকারি প্রতিষ্ঠান, গলাচিপা সকল এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সাধারণ মানুষ, পুষ্প র্অপণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।