
মালয়েশিয়ায় প্রবাসীদের সেবা মান বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু লক্ষে থার্ড পার্টি এক্সপার্ট সার্ভিসেস একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে দূতাবাসে।
তবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে আগামীকাল আজ মঙ্গলবার ২৬ মার্চ মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল।
মঙ্গলবার (২৬ মার্চ) এক অডিও বার্তা পাঠিয়ে এই কর্মসূচির ডাক দেন তিনি।
অডিও বার্তায় মকবুল হোসেন মুকুল বলেন,মালয়েশিয়ায় প্রবাসীদের সেবা মান বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু লক্ষে থার্ড পার্টি এক্সপার্ট সার্ভিসেস একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে দূতাবাসে।
প্রবাসীদের ই-পাসপোর্ট সহ ট্রাভেল পারমিট সেবা প্রদানের লক্ষ্যেই কিছু দিন আগে উদ্বোধন করা হয় ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের পর সেবার মান এখন আরও কমেছে বলে অভিযোগ প্রবাসীদের।
মকবুল হোসেন মুকুল বলেন,আমাদের ট্রাভেল পাস এবং লোকাল লোকজনের ভিসা দেয়ার দায় দায়িত্ব যে নিয়েছে সে যে ব্যাবহার শুরু করেছে আপনারা যদি সবাই এক থাকেন তাহলে আমরা তার প্রতিবাদ করব। উনি মুখ খারাপ করে প্রবাসী নেতৃবৃন্দের কোন গোনার সময় নেই এমন কথা বলেছেন। আমার এই এটা আমরা এম্বাসিতে মিটিং এর আগে প্রতিবাদ করে সাংবাদিক সম্মেলন করব। নেতৃবৃন্দ সবাই আগামীকাল সকালে এম্বাসিতে থাকবেন। এটার প্রতিবাদ না করে আমরা ঘরে ফিরে যাব না। উনি আমাদের দেশিদের ট্রাভেল পাস দিচ্ছে না পারমালগুলোকে নিয়ে ব্যবসা করছে। ৬০০ থেকে ৭০০ রিংগিত করে নিচ্ছে এবং ট্রাভেল পাশ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছেন। সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে।
এ সময় তিনি সাংবাদিক সম্মেলনে প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান।
ডিআই/এসকে