
মদন উপজেলাবাসীকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মদন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার মরহুম এম এ হারেছে’র উত্তরশুরী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এম এ সোহাগ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এম এ সোহাগ বলেন, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হবে। আমি মদন উপজেলাবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেশে স্বাধীনতা যুদ্ধ।
এরপর দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
তিনি আরও বলেন, মদন উপজেলাকে স্মার্ট ও তারুণ্য নির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া ও আশির্বাদ চাই।