
ব্যক্তি নয়, প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করল গলাচিপা উপজেলা নাগরিক কমিটি নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সোমবার মুক্তিযোদ্ধা কমল্লে মিলনায়তনে অধ্যাপক (অব.) মো. সোহরাব আলী হাওলাদারের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের
চেতনাকে লালন ও সমুন্নত রাখার লক্ষে গলাচিপার গণমানুষের চাওয়াকে প্রাধ্যান্য দিয়ে ‘গলাচিপা নাগারিক কমিটি’ গঠন করা হয়েছে। সভায় অধ্যাপক (অব.) মো.সোহরাব আলী হাওলাদারকে সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শংকর লাল দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সম্মতিক্রমে গঠিত হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি-গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, এডভোকেট মো. সিদ্দিকুর রহমান, গলাচিপা মহিলা কলেজের উপধাক্ষ মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন রহমান এলিট, দপ্তর সম্পাদক, প্রভাষক মো.সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক-মো. শাহিন গাজী (প্রধান শিক্ষক), অর্থ সম্পাদক দিলীপ বণিক (সভাপতি, গলাচিপা কালিবাড়ি কমিটি)মহিলা বিষয়ক সম্পাদিকা-ইসরাত জাহান আসমা (প্রধান শিক্ষক) প্রমুখ।কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন,গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি (দায়িত্বপ্রাপ্ত
সভাপতি) হাজী মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সমির কৃষ্ণ পাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আলমসহ স্বাধীনতার পক্ষে
বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।