
ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার জন্য ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিত নীলনকশা অনুযায়ী নিরস্ত্র বাঙালীর ওপর গণহত্যা শুরু করেছিল। দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।