
বরগুনার আমতলীতে হরিমৃত্যুনজয় গ্রামে পারিবারিক বিরোধের
জের ধরে মিথ্য অভিযোগ দিয়ে হয়রানী করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার পাহলান ।সোমবার সকালে আমতলী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, একই বাড়ীর মাজহারুল ইসলামে ছেলে কাইয়ুমের সাথে আনোয়ার পাহলনের ছেলে জাকারিয়ার সাথে গত কয়েকদিন পূর্বে পারিবারিক বিরোধ নিয়ে মারামারি হয় ।
এ ঘটনাকে কেন্দ্র করে মাজহারুল ইসলাম. মহসিন আরো দুই তিনজন আনোয়ার পাহলান ও তার পরিবাবরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। গত ২২ মার্চ রাতে মাজহারুল ইসলাম নিজের খেতের নষ্ট তরমুজ একত্র করিয়া আনোয়ার পাহলান গংদের হয়রানী করিবার জন্য বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে যাচ্ছে বলেন দাবী করেন আনোযার পাহলান।আনোয়ার পাহলান বলেন আমি এ ঘটনার বিচার চাই । এ প্রসঙ্গে মাজহারুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখেয়াত হোসেন তপু বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনাই । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।