গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামে রিতু আকতার (১৭) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের রেজাউল করিম (খুশী)"র" যুবতী কন্যা রিতু আকতার ২৪/৩/২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে গলায় কাপড় পেঁচিয়ে শয়নকক্ষের ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় তার বাবা ও মা বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে জানতে চাইলে কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, একটা যুবতী মেয়ে কেন আত্মহত্যা করলো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ময়না তদন্তের জন্য লাশ আগামীকাল মর্গে পাঠানো হবে।