
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা মূল্যমানের হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১০)। এ সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী মো.শামীম (২৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি বলেও জানান তিনি।
তিনি বলেন, গতকাল (২৪ মার্চ) রোববার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬৫ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে