প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরাম নবগঠিত কমিটির সভাপতি কিশোর ও সম্পাদক মুন্না

গত২৩ মার্চ সকাল ১০ টায় বরিশাল ইয়ুথ ফোরাম এর আয়োজনে ও ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় নগরীর প্যাভিলিয়ন কনভেনশন সেন্টারে জাতীয় ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।
একই সাথে বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরাম এর নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠন কিশোর চন্দ্র বালাকে সভাপতি ও জেলা পর্যায়ে ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিভাগীয় এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলার সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দীন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, ভিএসও বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান। বরিশাল বিভাগের ৬ জেলার ১১ জন স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.