প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ
উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

"শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে" এ শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটরিয়াম হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় থ্যালোসেমিয়া, কিডনি, লিভার সিরোসিস, ক্যান্সার, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদ্রোগ আক্রান্ত অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৮ জন আক্রান্ত রুগীদের প্রতিজনকে ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা এ,এইচ,এম এনামুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু ও আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.