
ঢাকার সাভার এলাকায় আকাশ হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় গ্রুপের প্রধান সন্ত্রাসী হৃদয় হোসেন ওরফে গিয়ার হৃদয়সহ গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৪ মার্চ) সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করে র্যাব।
রবিবার ( ২৪ মার্চ) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এইসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আগামীকাল সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে