
রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজার এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়কালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো.বাবুল মিয়া। এ সময় তার নিকট থেকে ২ হাজার ২৮২ টাকা ও ১৫৪টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
রবিবার ( ২৪ মার্চ ) এসব তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম শামীম।
তিনি আরো বলেন,আজ রবিবার দুপুরে এসআই (নিঃ) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাপ্তান বাজারস্থ জয়কালী মন্দির রোড কেন্ট হোমিও ফার্মেসীর সামনে কতিপয় যুবক অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম সেখানে অভিযান চালিয়ে চাঁদাবাজ বাবুলকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন,গ্রেফতাকৃত বাবুল তার সহযোগী আরো ৩/৪ জনকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে কাপ্তান বাজার এলাকাসহ আশেপাশের বিভিন্ন স্থানে রাতে চলাচলরত কভার্ডভ্যান, পিক-আপ, ট্রাক ও অন্যান্য যানবাহনে চাঁদাবাজি করে বলে স্বীকার করেছে। তার নামে ওয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম শামীম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানবাহন থেকে চাঁদা উত্তোলন বন্ধে সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যেন এ ধরনের কোন ঘটনা না ঘটে সে লক্ষ্যে ওয়ারী থানা পুলিশ সতর্ক রয়েছে।
ডিআই/এসকে