ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

তানোরে আলু নিতে এসে প্রতারণার স্বীকার মুন্সীগঞ্জের বেপারী থানায় অভিযোগ করেও টাকা ফেরৎ পাননি

রাজশাহীর তানোরে ৭ লাখ ৮৬ হাজার টাকা দিয়ে আলু নিতে এসে প্রতারনার স্বীকার মুন্সিগঞ্জের বেপারী তানোর থানায় অভিযোগ করেও টাকা ফেরৎ পাননি। প্রতারক চক্র থানায় উপস্থিত না হওয়ায় টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গত শুক্রবার বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষকেই তানোর থানায় ডেকেছিলেন পুলিশ। কিন্তু প্রতারক চক্র থানায় উপস্থিত হননি। ফলে, আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলে প্রতারনার স্বীকার মুন্সীগঞ্জের বেপারী। মুন্সিগঞ্জের ব্যাপারে জানিয়েছেন আইন অনুযায়ী তারা নিজ এলাকার আদালতে মামলা দায়ের করবেন।

উল্লেখ্য, গত ১৫ই মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্গাডাঙ্গা বাজারে অভিযোগকারীর শ্যালক মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মুটকপুর গ্রামের তফিজ উদ্দিনের পুত্র সুমন ডালির মাধ্যমে ২৮ টন আলুর দাম ৭ লাখ ৮৬ হাজার টাকা মিটিয়ে বায়না স্বরুপ ওই দিন বিকালে তানোর উপজেলা রায়তান আকচা গ্রামের রহেদ আলী পুত্র রনি সোনার (৩৪) এর ডাচ্ বাংলা ব্যাংকের হিসাব নাম্বার ৭০১৭৫১৫৫৫৯১৫৩০ একান্টে ২ লাখ ৭ হাজার ৫ শ’ টাকা বায়না দেন।

পরদিন শনিবার দুপুর ১২ টার দিকে রনির ডাচ্ বাংলা ব্যাংকের ওই হিসাব নাম্বার বাকি ৫ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা প্রদান করে ওইদিনই বিকালে আলু নিতে তানোরে আসলে অভিযুক্তরা আলুর জমিতে নিয়ে গিয়ে আলু দেখায়। শ্রমিক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০ টার পর রনি সোনার আমির ডালিকে আলু দেয়া যাবেনা জানিয়ে মোবাইল ফোন বন্ধ করে কেটে পড়েন।

এঘটনায় গত রোববার রাতে মুন্সিগঞ্জ জেলার টুংগীবাড়ি উপজেলার নয়নন্দ গ্রামের মৃত কাদের ডালিম পুত্র আমির হোসেন ডালি বাদি হয়ে তানোর উপজেলা রায়তান আকচা গ্রামের রহেদ আলী পুত্র রনি সোনার (৩৪), একই গ্রামের মৃত মহির উদ্দীন সোনারের পুত্র সামসুদ্দীন প্রামনিক (৫২) একই গ্রামের মৃত বদের উদ্দীনের পুত্র মোহাম্মদ হক (৬০), ভদ্রখন্ড গ্রামের মৃত ভুলু মন্ডলের পুত্র সাজন (৪৭) ও একই গ্রামের জুনাপ আলীর পুত্র আব্দুল মালেক (৪২) ‘র বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিলো বিষয়টি সমাধানের জন্য। কিন্তু প্রতারক চক্র হাজির না হওয়া মুন্সিগঞ্জের ব্যাপারে তার নিজের এলাকায় থানায় মামলা করার কথা বলে চলে গেছেন।

শেয়ার করুনঃ