জামালপুরের মেলান্দহ রেলষ্টেশনে রেলের টিকিট কালোবাজারি চক্রের চিহ্নিত সদস্য আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা রেলওয়ে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৮১ আসনের ৩৭টি টিকিট উদ্ধার করা হয়।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, ঢাকা রেলওয়ে জেলা ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে বিশেষ অভিযান চালায়। এ সময় চিহ্নিত টিকিট কালোবাজারি আরিফকে ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে পুলিশের টিকিট কালোবাজারি রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার আনোয়ান হোসেন।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় মামলা হবে।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পূর্বেও টিকিট কালোবাজারির অভিযোগে একটি মামলা ছিল।