ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

চাকরির প্রলোভনে ট্যুরিস্ট ভিসায় কিশোরীকে দুবাইতে বিক্রি করে দেয় দুই বোন

রাজধানীর ডেমরা এলাকার অসহায় কিশোরী জান্নাত আক্তার (১৭)কে চাকরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যা ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারকৃতরা হলো- ফারজানা (৩৫) ও সোহাগী ওরফে রিয়া (৩০)।

গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন,২০২৩ সালের ১৬ আগস্ট রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জান্নাত আক্তার (১৭)’কে দুবাই প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে দুবাইতে যৌনকর্মী হিসেবে পাচার করে দেয়। পরবর্তীতে সেখানে যাওয়ার কয়েক দিন পর ৮ সেপ্টেম্বর জান্নাতের এর মৃত্যু হয়। তবে বিষয়টি পাচার চক্র পরিবারের কাছে গোপন রাখে। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসে এক কিশোরীর লাশ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন দুই প্রবাসী। এরই সূত্রে নিহত জান্নাতের পরিবার জানতে পারে জান্নাতের মৃত্যু হয়েছে। পরবর্তীতে তার লাশ দেশে আনা হয়। এই ঘটনায় নিহতের পরিবার আদালতে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করে। মামলায় দুই বোন ফারজানা ও সোহাগীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আদালত মামলাটি যাত্রাবাড়ী থানায় মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ২০২৩ সালের ৬ ডিসেম্বর মামলাটি গ্রহণ করে থানা। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই বোনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন,নিহত কিশোরী জান্নাত রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় আসামিদের প্রতিবেশী হিসেবে বসবাস করত। নিহত জান্নাতের বাবা জাহাঙ্গীর সিএনজি চালক মা অন্যের বাসায় কাজ করে সংসার চালায়। এভাবে টানাপোড়েনের সংসারে হাল ধরতে জান্নাতকে বিদেশে নিয়ে ভালো চাকরির প্রলোভন দেখায় প্রতিবেশী সোহাগী ও ফারজানা।

দুই বোন মিলে জান্নাতের পরিবারকে বুঝায়,তাকে দুবাই নিয়ে একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর কাজ দিবে। যার মাধ্যমে অনেক ভালো বেতন এবং ভাতাসহ অন্যান্য অনেক সুবিধা পাবে। আর এতে পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। দুবাই নিয়ে যাওয়ার প্রক্রিয়ার খরচের কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। যা জান্নাতের পরিবার ঋণ করে যোগাড় করে দেয়।

কিশোরী জান্নাতের নামে ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট ও টুরিস্ট ভিসা দিয়ে দুবাই পাঠানো হয়। ২০২৩ সালের ১৬ আগস্ট জান্নাতকে তারা দুবাই পাঠায়। দেশটিতে যাওয়ার দুই দিনের পর জান্নাত তারা বাবাকে জানায় আসামিরা দুবাইতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাকে যৌনকর্মী হিসেবে পাচার করা হয়েছে।

দুবাইতে যাওয়ার পর অমানুষিক নির্যাতনের মাধ্যমে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে।

র‌্যাব-৩ অধিনায়ক জানান,অমানবিক নির্যাতনের ফলে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর দুবাইতে মারা যায় জান্নাত। ফলে দীর্ঘদিন পরিবারের সঙ্গে না করায় সোহাগীর দ্বারস্থ হয় জান্নাতের বাবা-মা।

সোহাগী ও ফারজানা মিলে জান্নাতের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জানায় য,তাদের মেয়ে দুবাইতে খুব ভালো আছে,সময় পেলেই যোগাযোগ করবে।

পরবর্তীতে একই বছরের ২৪ নভেম্বর দুবাই প্রবাসী ফেসবুকে দূতাবাসে লাশ দেখতে পেয়ে পাসপোর্টের তথ্য ও ছবি দিয়ে পোস্ট করে। এই পোস্টের সূত্রে ২৬ নভেম্বর মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারে জান্নাতের বাবা-মা। পরবর্তীতে জান্নাতের বাবা মামলা দায়ের করলে জানুয়ারি দেশে ফিরে সোহাগী ও ফারজানা আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় গত রাতে র‍্যাব-৩ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ