
ঢাকা সিলেট রেলওয়ে লাইনে অল্পের জন্য রক্ষা পেল পারাবত ট্রেন ।শনিবার (২৩ মার্চ) রাতে ঢাকা-সিলেট রেল লাইনের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের একটু দূরে রেল লাইনের উপর গাছ ভেঙ্গে পড়ে । এ সময় ঢাকা গামী পারাবত ট্রেনটি নোয়াপাড়া ষ্টেশন থেকে ছেড়ে আসে।এরই মধ্যে স্থানীয় লোকজনের মাধ্যমে মনতলা ষ্টেশন মাষ্টার জানতে পারেন মনতলা-কাসিমনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে একটি গাছ রেল লাইনের উপর পড়ে যায় আছে । স্টেশন মাস্টার তাৎক্ষণিক সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত ট্রেনটি মনতলা রেল স্টেশনে আটকে দেন । এর ফলে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল পারাবত এক্সপ্রেস ট্রেনটি ।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাত ৮টা ৫৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস মনতলা স্টেশনে পৌঁছে । তবে এর ২৫ মিনিট আগে কবর পাই রেললাইনে গাছ পড়ে আছে । খবর পেয়ে ওই সময় মনতলা রেল স্টেশনে ট্রেনটি দাড় করিয়ে এলাকাবাসীর সহযোগিতায় গাছটি অপসারণ করার ৪০ মিনিট পর ৯টা ৩৫ মিনিটে ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই। তবে সিগন্যাল ফেলে দ্রুত ট্রেনটিকে থামাতে না পারলে বড় ধরনের দুঘটনা ঘটে যেত ।