
সুত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের অহন ব্রিকস (ইট ভাটা)টি প্রশাসন ভেঙ্গে দিয়েছে।
২৩ মার্চ শনিবার এ ঘটনা টি ঘটেছে। উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত ইট ভাটার প্রোপাইটর আলহাজ্ব মোঃ বশির উদ্দিন শিকদার জানিয়েছেন,তাঁর ইট ভাটা টি বুল ডোজার দিয়ে প্রশাসন ভেঙ্গে দেয়ায় আনুমানিক তাঁর৭ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
সুত্রে আরও জানা গেছে, অহন ব্রিকস ( ইট ভাটা) টি ভাঙ্গার সময় ঘটনা স্হলে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের দু’জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারী গন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,পটুয়াখালী’র সহকারী পরিচালক সহ পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের সদস্য বৃন্দরা।
এ বিষয় পৃথক পৃথক ভাবে জানতে চাইলে উপরে উল্লেখিত দায়িত্ব প্রাপ্ত কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। এ জন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত: এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি সঠিক কি কারণে প্রশাসন অহন ব্রিকস ( ইট ভাটা) টি ভেঙ্গে দিয়েছেন।