
মানুষ মানুষের জন্য” এই মন্ত্র বুকে লালন করে মানবতা কে প্রাধান্য দিয়ে মানুষের পাশে থাকাই হচ্ছে মানবসেবা বা মানবতা । আর এই মানবতা যার ভেতর রয়েছে তিনিই প্রকৃত মানুষ।রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলী চাদপুর গ্রামের আঃ জব্বার শেখ। তিনি দীর্ঘদিন জীবন জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছেন। যদিও তিনি কুয়েতে অবস্থান করে জীবিকার তাগিদে, তার মন সব সময় পড়ে থাকে নিজ দেশে। তিনি সব সময় সমাজে অবহেলিত গরিব অসহায় মানুষ কে নিয়ে ভাবেন।
কোভিড- ১৯ এর সময় সারা বিশ্ব যখন দিশেহারা হয়ে পড়ে ছিলো। তখন কুয়েতে বসে তিনি নিজ এলাকার মানুষের কথা ভাবতে থাকেন, কিভাবে তাদের পাশে থাকা যায়। তিনি তখন তার কিছু শুভাকাঙ্খিদের সাথে এই বিষয়ে মোবাইলে যোগাযোগ করতে থাকেন। তাদের সাড়া পেয়ে গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য সেখান থেকেই খাদ্য সামগ্রী, মাক্স পাঠানোর ব্যাবস্থা করেন।
এছাড়া অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাদের মুখে হাসি ফোটাতে প্রতি বছর ঈদের আগেই ঈদ সামগ্রী পাঠানোর ব্যাবস্থা করে যাচ্ছেন প্রতিনিয়ত।শীতে যাতে এই মানুষ গুলি কষ্ট না পায় তার জন্য কম্বল বিতরণ করে তাদের পাশে থাকেন প্রতি বছর। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। মাদক ছেড়ে খেলতে চল। তিনি এলাকার যুব সমাজ কে খেলার মাঠে রেখে মাদক থেকে দুরে রাখতে সকল সময় অগ্রনী ভুমিকা পালন করে আসছেন।
কলমের শক্তিতে বলিয়ান, কলম সৈনিকেরা জাতীর চতুর্থ স্থম্ব। তাদের পাশে থেকে সকল সময় সত্যের পক্ষে থেকে লিখতে উৎসাহ যুগিয়ে যাওয়ায় সহ রূপসা উপজেলা প্রেস ক্লাবে তিনি উপদেষ্টা হিসাবে রয়েছেন।
শিক্ষাই জাতির মেরুদন্ড একজন শিক্ষিত নাগরিকই সমাজে সবচেয়ে বেশী অবদান রাখতে পারে। সমাজে গরিব শিক্ষার্থীগন যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। তারা যেন শিক্ষা থেকে দুরে সরে না যায় তার জন্য তিনি তার ইউনিয়নে ব্যাতিক্রমধর্মী একটি উদ্যোগ গ্রহন করেছেন গত ১৩ মার্চ । ইউনিয়নের আলাইপুর , পিঠাভোগ , আনন্দনগর, ডোবা, গোয়াড়া, শিয়ালী, বামনডাঙ্গা এই ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫০ গরিব অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে খাতা এবং কলম বিতরন করেন। তার এই মহৎ উদ্দেশ্য দেখে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং ছাত্র/ছাত্রীগন তাকে স্বাগত জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যেন ভবিষ্যতেও তাদের পাশে থেকে খোঁজখবর ও কল্যাণের জন্য কাজ করতে পারেন। এ ব্যাপারে সুধীজন তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।