
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় বলেন,একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী ও অপরাধ বিজ্ঞানের শিক্ষক হিসেবে জনাব জিয়া রহমানের অনন্য অবদান রয়েছে।
তিনি অপরাধ বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের অপরাধ বিজ্ঞানে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও তাঁর অসাধারণ ভূমিকা রয়েছে। তাঁর মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট শিক্ষককে হারালাম,যা সহজে পূরণ হবার নয়।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ডিআই/এসকে