
শুক্রবার স্থানীয় কপিলমুনির সলুয়া কাজিমুছা মন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর সমর্থনে ও সর্বসম্মতিক্রমে কপিলমুনির সলুয়া কাজিমুছা সার্বজনীন পুজা উদযাপন কমিটির ৩ বছর মেয়াদী পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে বিশ্বজিৎ দাশকে সভাপতি ও সজ্ঞয় হাজরা কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।