প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার একটি চৌকস টিম অদ্য ২১ মার্চ ২০২৪ রাত্রি আনুমানিক ০২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন বুড়াবুড়ি বাজারে স্টুডিও এর দোকানে জুয়া খেলার সময় উলিপুর থানাধীন ফকির মোহাম্মদ গ্রামের মোঃ রুহুল আমীন (৩৫) ও মোঃ ওবায়দুল ইসলাম (২৮), বোতলা গ্রামের শ্রী বকুল সেন (৩৩), বুড়াবুড়ি মুন্সি পাড়ার মোঃ এরশাদ আলী (৩৩) এবং বুড়াবুড়ি কামারপাড়ার মোঃ বাবলু রানা (৩৫)'দের কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি।
কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.