প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
আত্রাইয়ে পূর্ব সত্রুতার জের ধরে বসতবাড়ি ভাংচুর-লুটপাটের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে পূর্ব সত্রুতার জেরধরে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানাযায় হাটকালুপাড়া গ্রামের মোঃ মকছেদ আলীর পুত্র মোঃ সাজেদুর রহমান (৪০) তার ক্রয়কৃত সম্পপ্তিতে একটি ইটের বিল্ডিং নির্মান করে। সাজেদুর রহমান এক জন বিশিষ্ট ব্যবসায়ী।
বাড়ী নির্মানের সময় একই গ্রামের আঃ ছালামের পুত্র রিপন (২০) ব্যবসায়ী সাজেদুর এর নিকট থেকে মোটা অংশের টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদার টাকা সাজেদুর দিতে অস্বীকৃতি জানালে এরই সুত্রতার জের ধরে গতকাল শুক্রবার সকাল অনুমান
১০.৩০ মিনিটে রিপন ও তার মা জয়নুর বিবি সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে তার নির্মানকৃত বিল্ডিং ভাংচুর করে এবং রুমে প্রবেশ করে রক্ষিত মালামাল লুটপাট করে নিয়ে যায়।
সাজেদুর ও তার পরিবার নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করে জীবন রক্ষাসহ উপরে উল্লেখিত বিষয় জানালে আত্রাই থানা পুলিশের এ এসআই বেলাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনারস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.