
দেশকে নিজের মায়ের মতো করে ভালবাসতে হবে এবং দেশের প্রতিটি কাজকে নিজের কাজ মনে করে দায়িত্ব পালন করতে হবে বলে এমনই মন্তব্য করেছেন
আশুগঞ্জ সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন।
শুক্রবার ২২ মার্চ ভোর রাতে আশুগঞ্জের সামাজিক সংহঠন মানবিক আশুগঞ্জের উদ্যোগে আয়োজিত গরীব,দুঃস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে সেহরী বিতরনকালে প্রধান অতিথির ব্ক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বাংলাদেশ আজ অনেক উন্নত কিন্তু আমি হতবাক হয়েছি আজ সেহরী বিতরন করতে এসে। এখনো আমাদের দেশে এত পরিমান ছিন্নমুল মানুষ রয়েছে দেখে। নিজের চোখে না দেখলে তা বিশ্বাসই হতোনা।
প্রধান অতিথি আরো বলেন, সরকারের পাশাপাশি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মানবিক কাজের পাশাপশি দেশের আইনশৃঙ্খলা সহ যাবতীয় বিষয়ে
যদি কোন সমস্যা তৈরি হয় তাহলে আমরা অনেক কিছু নিজেরাই সমাধান করতে পারবো।সামাজিক কর্মকান্ডের মাধ্যমে অনেক নিরীহ,অসহায় ও অস্বচ্ছল মানুষকে স্বচ্ছলতা এনে দেওয়া সম্ভব।
তাছাড়া তিনি শিক্ষা,স্বাস্থ্য,পর্যটন, কৃষি,পরিকল্পিত ও টেকসই উন্নয়ন,প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা এবং আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে মানবিক আশুগঞ্জ অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান।
“পথে পথে ঘুরি,সেহরী বিতরন করি” এ স্লোগানে মানবিক আশুগঞ্জ নামে একটি সামিজিক সংগঠন প্রতি বছর পবিত্র রমজান মাসে সেহরী বিতরন কার্যক্রম করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও তারা মাহে রমজানের শুরু থেকেই সেহরী বিতরন কার্যক্রম আরম্ভ করে। উক্ত ধারাবাহিকতার অংশ হিসেবে ১১ তম রমজানে সেহরী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ কবির হোসেন উপস্থিত থেকে উক্ত সেহরী বিতরন কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মারজিত সরকার,সাধারন সম্পাদক সাব্বির হোসেন,রাজিব সিকদার,মাহফুজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য যে, উপজেলার কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি বৃন্দ,সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিরা “মানবিক আশুগঞ্জ” নামে সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য । চলতি রমজানসহ উক্ত সংগঠনটি পাঁচ বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড অত্যন্ত সুনামের সাথে করে চলেছেন। ভবিষ্যতে তাতের এ কর্মকাণ্ড অবঢাহত থাকবে।