
হবিগঞ্জের মাধবপুরে সবকটি লেবুর বাজারে আগুন । লেবুর দাম ধরাছোঁয়ার বাইরে কিন্তু কাঁচা বাজার বর্তমানে পানির দাম বললেই চলে । উপজেলার প্রতিটি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের লেবুর দাম ৬০ থেকে ১০০ টাকা হালি ।
যে লেবু আগে মাধবপুরে বিক্রি হতো ৫ থেকে ১০ টাকা হালি । অন্যদিকে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজারের দাম অনেক কম । বেগুন প্রতি কেজি ১০ টাকা, আলু প্রতি কেজি ৩৫ টাকা, টমেটো প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, এছাড়া ডাটা শাক একদম পানির দামে বিক্রি হচ্ছে । যে শাক ৯০ টাকা বিক্রি হতো সেই শাক এখন ২০ টাকা , পিয়াজ ৫০ টাকা এবং ভোজ্য তেলের দামও কম । একমাত্র লেবুর দাম ১০ গুণ বেশি ।
আবার কোন কোন বাজারের ক্রেতা বিক্রেতারা জানান, কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি বাজারে বিক্রি না হওয়ায় বাড়িতে ফেরত নিতেও দেখা যায় । বাজার করতে আশা জয় কুমার দেবনাথ জানান, বর্তমানে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের অবস্থা এমন থাকলে গরিব মানুষরা কোনরকম চলতে পারবে । মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার জানান, বর্তমানে কৃষকের পরিশ্রমের ফলেই আজকে সাধারণ মানুষরা কম দামে শাকসবজি কিনতে পারছেন । ছোয়াব মিয়া নামে একজন জানান, কাঁচা বাজারের পাশাপাশি মাছের দামও অনেক কমছে । এটা সবার জন্যই ভাল ।
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক প্রবীর চন্দ্র দাস জানান , বাজার করতে আসছি , খুবই ভালো লাগছে , সব ধরনের কাঁচাবাজারের দামই কম । গরীবের জন্য খুব ভাল । যাদের পরিশ্রমের কারণে আমরা আজ সস্তায় জিনিস কিনতে পারছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাই ।শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি: