রাজশাহীর বাগমারায় উন্নয়নের ১৫ বছর এবং বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারো ঘটিকায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী-৪ আসনের এম. পি এনামুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ- সভাপতি মতিউর রহমান টুকু সহ অন্যরা।
সভার শুরুতে ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র দেখানো হয়। বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সরাসরি প্রশ্নের দেন এম. পি এনামুল হক।