ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা

বিএনপির সমাবেশের জমায়েতে দেখা গেছে রাঙ্গাবালী উপজেলা যুবলীগ নেতাকে

রাজধানীর নয়াপল্টনে আজ (শনিবার) সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা গতকাল রাত থেকেই জমায়েত হয়েছেন। তবে সেই সমাবেশের জমায়েতে দেখা গেছে এক যুবলীগ নেতাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে।

তবে ওই যুবলীগ নেতার দাবি, নয়াপল্টনে একটি হাসপাতালে তাঁর নানি চিকিৎসাধীন, তাই তিনি সেখানে গিয়েছিলেন।যুবলীগের নেতা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল।

ভিডিওতে দেখা যায়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা রাত থেকেই অবস্থান করছেন। আর সেখানে বিএনপির নেতাদের স্লোগান সংবলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায় যুবলীগের নেতা মশিউর রহমান শিমুলকে।

এ বিষয়ে মশিউর রহমান শিমুল বলেন, ‘নয়াপল্টনে ইসলামিয়া হাসপাতালে আমার নানি অসুস্থ, আমি তাঁকে দেখতে গেছিলাম। আসার সময় সড়কে দেখি বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি। তবে আমি সমাবেশে যোগ দেইনি।’

এদিকে মশিউর রহমান শিমুলের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন খোদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের নেতা। তাঁর বাবা মো. নাসির হাওলাদার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ উঠছে।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি, এটি খুবই দুঃখজনক। একসময় তাঁর বাবাও যুবদল করতেন এবং তাঁর পরিবারও বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে, কখনোই সেখানে যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই, সে (শিমুল) যদি বিএনপির মহাসমাবেশে গিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে, পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’

শেয়ার করুনঃ