
কুড়িগ্রামে এইচআইভি ও এইডস নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন মিলনায়তনে এই কর্মশালা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শহিদুল্লাহ লিংকন,সাবেক সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম, এইডস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ডা.আব্দুল ওয়াদুদ, কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
দিনব্যাপি এই কর্মশালায়,চিকিৎসক, নার্স, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ডাইরেক্ট জেনারেল অফ হেল্থ সার্ভিস জাতীয় এইডস নিয়ন্ত্রণ বাস্তবায়ন করেন।