
লালমনিরহাটের কালীগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধের ঘটনায় আব্দুল বারেক (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার দলগ্রাম ইউনিয়নের চারতলা দিঘীর পার্শবর্তী এলাকার ৭নং ওয়ার্ডের শ্রীখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বারেক ওই গ্রামের রহমানের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন অটোরিক্সা চালক।
স্থানীয়রা জানান, যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন প্রতিবেশী আজিজার,ফজলার,নফরুল,হামিদুল,মনি
হামলা চালায়। এসময় হামিদুলের হাতে থাকা হাতুরি দিয়ে বারেক হোসেনের মাথার পিছনে আঘাত করেন। পরে তার ছোট ভাই সাঈদ হোসেন এগিয়ে গেলে তাকেও মারপিট করেন তারা । এ সময় বারেক হাতুরির আঘাতে রক্তাত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে ও তার ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন।
আজ মঙ্গলবার সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বারেক হোসেন মারা যান। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় নিহতের ভাই সাঈদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির।