প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
পঞ্চগড় সদর উপজেলায় ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সার-বীজ তুলে দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলে টেকশই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কৃষককে চালকুমড়া, শশা, বেগুন, টমেটো, বাঁধাকপিসহ বিভিন্ন সবজির বীজ, ভার্মি কম্পোস্ট জৈব, ডিএপি, ইউরিয়াসার,
ফাঁদ, বালাইনাশক পাটবীজ বিতরণ করা হয়। সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো.কামাল হোসেন সরকার,অতিরিক্ত কৃষি অফিসার মো.আসাদুন্নবী, সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত কৃষকরা বর্তমান কৃষি বান্ধব সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.