ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

সাদুল্লাপুরে জমা-জমি নিয়ে বিরোধ: মামলার বাদীকে জীবননাশের হুমকি

সাদুল্লাপুরে জমি জমা নিয়ে বিরোধে মামলার বাদীকে জীবননাশের হুমকি দেয়ায় বিচার প্রার্থী হয়ে থানায় অভিযোগ করলেন ভুক্তভোগী মামলার বাদী মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ।

অভিযোগ সূত্রে জানা গেছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ এর সাথে একই গ্রামের মৃত আকালু শেখ এর পুত্র কফিল উদ্দিন,কফিল উদ্দিনের ছেলে সেরাজুল মিয়া, মৃত ময়েজ উদ্দিন এর ছেলে আলম বাদশা, মৃত গোলদার হোসেন এর ছেলে রফিকুল ইসলাম ভেজালু, আলম বাদশার স্ত্রী আনজু বেগম, সেরাজুল ইসলাম এর স্ত্রী জনতা বেগম, কফিল উদ্দিন এর ছেলে ফেরদৌস এদের নামে সাদুলাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বাদী আব্দুল মজিদ দাবী করেন, সাদুল্লাপুর মৌজার পূর্ব দামোদর পুর জে,এল নং ০৮ সি,এস খতিয়ান ৪২৯,এস,এ খতিয়ান নং ৫৩৩,৫৩৪ আর,এস খতিয়ান ২১৪৬ সাবেক ৫৪৩০, হাল ৭১৫১ দাঙ্গা জমি ৪৩ শতক এর মধ্যে ১৯.০৪ শতক দক্ষিনে,বর্তমান আর,এস ১৯৯৭ সাবেক ৫৪৩০ হাল ৭১৬১ ডাঙ্গা জমি ১৯ শতক।সম্পূর্ণ একুনে (১৯.০৪+১৯) = ৩৮.০৪ শতক নালিশি জমির ক্রয় কৃত মালিক আব্দুল মজিদ ভোগ দখল করে আসছে।

এই জমি নিয়ে বিবাদীগণের সহিত মনোমালিন্য থাকা কালে মাননীয় বিজ্ঞ আদালত গাইবান্ধায়-২৩৭/২৩(ঘোষণা মূলক) মামলা চলমান আছে। চলতি বছর ইরি মৌসুমে তফসিল বর্ণিত জমি হাল চাষ করে জমিতে ধানের চারা লাগায়।এমতাবস্থায় গত ১৯-০২-২০২৪ইং তারিখে সকাল অনুমান ৬ ঘটিকার সময় বিবাদীগন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি ও লোহার রড নিয়ে তফসিল বর্ণিত জমিতে অনাধিকার প্রবেশ করে জমিতে আমার রোপনকৃত ধানের চারা উপড়াইতে থাকলে আমি ও আমার স্ত্রী মোছাঃ আসতারা বেগমদ্বয় সহ জমিতে গিয়ে বিবাদীদেরকে বাধা নিষেধ করলে আসামিগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারপিট করার উপক্রম হলে আমি ও আমার স্ত্রীসহ প্রাণভয়ে চিৎকার করে দৌড়ে নিজ বাড়িতে চলে আসি।আমি ও আমার স্ত্রী পরবর্তীতে জমিতে গেলে বিবাদীগণ খুন-জখম করবে মরবে হুমকি ধামকি প্রদান করে।এমতাবস্থায় তারা গত ১৮-০৩-২০২৪ইং তারিখে রাতে আমার ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তির জমির লাগানো ফসল নষ্ট করে।ভুক্তভোগী পরিবার বিবাদী গণদের ভয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুনঃ