
শেরপুর পৌর শহরের নওহাটা এলাকা হতে লক্ষাধিক টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৮মার্চ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে শেরপুর পৌর শহরের নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ২শত ৯৫বোতল নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) সহ আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১লক্ষ ৪৭হাজার ৫শত টাকা। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।