ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নওগাঁয় জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরের কারিগরি সহায়তা এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার নওগাঁ জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এই সময় উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা ও আব্দুল্লাহ আল মামুন।সভায় আরো উপস্থিতি ছিলেন মু: জাবেদ ইকবাল উপ পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,নূর মোহাম্মদ উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তর, ইসরাত জাহান উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও যুব ফোরামের সদস্যসহ ৪৫ জন অংশগ্রহণকারী সভায় উপস্থিত ছিলেন।

ডেমক্রেসিওয়াচ এর পক্ষে ফাইন্যান্স ডিরেক্টর, আশরাফুজ্জামান সরকার , ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মঈন,ডিস্ট্রিক কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্,মনিটরিং ও রিপোর্টিং কোঅর্ডিনেটর জাহাঙ্গীর আলম এবং সিনিয়র ফিল্ড অফিসার রিমা আক্তার প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, দেশের ১৮টি জেলায় ১৪৭টি উপজেলায় আস্থা প্রকল্প বাস্তবায়ন করছেন। বাংলাদেশ সরকারের মূল পরিকল্পনা হলো কেউ পিছিয়ে থাকবে না। সেই উদ্দেশ্য নিয়ে আস্থা প্রকল্পের বাস্তবায়ন করতে যে কোন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের যুবরা এই প্রকল্পে যুক্ত হতে পারবে। এছাড়া আস্থা প্রকল্প একজন যুবকে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যুবদের ক্ষমতায়নের মূল সূত্র হলো নিজের অধিকার,দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। পাশাপাশি যুবদের ক্ষমতায়ন,অংশগ্রহণ ও চেতনা সমৃদ্ধ করে যুব অন্তর্ভুক্তির মাধ্যমে মূল উন্নয়ন ধারায় যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। যুব পলিসি তৈরি করার সময় যুবদের সম্পৃক্ত করতে হবে, এতে করে তাদের নেতৃত্বের বিকশিত হবে। চাকুরীর ক্ষেত্রে যুবরা বিশেষ করে প্রান্তিক যুবরা অনেক পিছিয়ে আছে। যুবদেরকে বাংলাদেশের ঐতিহ্য,‌ সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম উদ্বুদ্ধ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মাওলা দিকনির্দেশনা দিয়ে বলেন, নওগাঁ জেলায় এনজিওসমূহ তাদের সংবিধান অনুযায়ী সমাজ উন্নয়নে কাজ করবেন। এতে ন্যায়ের পথে কখনো কোনো বাঁধ প্রতিবন্ধকতা সৃষ্টি হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি যদি কোন এনজিও অন্যায় করে সেক্ষেত্রে জেলা প্রশাসক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। বর্তমান যুবকরা অনেক খারাপ দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরে আনার জন্য অবশ্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবকদের জন্য এ ধরনের প্রকল্প নিয়ে আসার জন্য ডেমক্রেসিওয়াচ কে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুনঃ