
রাজধানীর জুরাইনে চলমান রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করে রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
র্যাব বলছে,অবৈধ মজুদ ও গুদামজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ও জরিমানা করে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট লাঘবে র্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর জুরাইন এলাকায় র্যাব-৩ অবৈধভাবে পণ্য মজুদকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় র্যাবের অভিযানে ভ্রাম্যমান আদালত নিত্য প্রয়োজনীয় পণ্যের অবৈধভাবে মজুদ ও গুদামজাত করার অপরাধে জনপ্রিয় স্টোরের ম্যানেজার মো.নজরুল ইসলাম (৪৮), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সী এর ম্যানেজার মো. জহিরুল ইসলাম (২১),ও মেসার্স আরব রাইস এজেন্সী প্রতিষ্ঠানের ম্যানেজার মো.নিজাম উদ্দিন (৩৮), ২৩ হাজার ২০০ কেজি চাল,দুই হাজার কেজি ডাল এবং ১ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের অপরাধ স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে পণ্য মজুদ করেন এমন স্বীকারোক্তিও দেন। অসাধু মজুদকারীদের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
ডিআই/এসকে