
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি/অস্ত্র ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলো ব্রজেন ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের জামিনী ছড়া, ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অমর কৃষ্ণ ত্রিপুরার ছেলে।
এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি,৩ রাউন্ড তাজা গুলি,২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,২টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।
সোমবার ( ১৮ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান,রোববার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যা এলাকার শাহজাহান এর দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা গুলি,২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহিসহ আসামি ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃতর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ডিআই/এসকে