
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে অন্তর্ভুক্ত ইমাম বাড়ী রেল স্টেশনের উত্তর পাশে গোপীনাথপুর কলেজের এক ছাত্রী ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৮ মার্চ ২০২৪ সোমবার দুপুর আড়াইটার সময় কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইমামবাড়ী রেলস্টেশনে উত্তর পাশে আউটার সিগনালের কাছে মোসাম্মৎ নিলুফা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী মালবাহী ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেন।
নিহত নিলুফা আক্তার আখাউড়া উপজেলার গংগাসাগর দীঘির পশ্চিম পাশের বাসিন্দা মো. মোসলেম মিয়ার কন্যা। নিহত নিলুফা আক্তার গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, নিলুফা আগে থেকেই স্টেশনের উত্তর পাশে গংগাসাগর অংশে দাড়িয়ে ছিলেন, এসময় একটি মালবাহী ট্রেন আসতেই নিলুফা ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক ভাবে প্রত্যেক্ষদর্শীরা ধারনা করছেন পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।