
পঞ্চগড়ে ন্যায্য মূল্যে জমি কিনেও বিপদে পড়েছে লেন্ডকো পাওয়ার সাপ্লাই কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্যানেল সিস্টেম এর মাধ্যমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে প্রায় ২৭০ একর জমি ক্রয় করেছে প্রতিষ্ঠানটি। কিন্ত এখন পর্যন্ত মাত্র ১০০ একর জমি বুঝিয়ে পেয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের শেখগঞ্জ মৌজা এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এক সময় এই এলাকায় পাথর উত্তোলন করার পর জমিগুলো দীর্ঘ সময় ধরে অনাবাদি পড়েছিল। ল্যান্ডকো পাওয়ার সাপ্লাই কোম্পানি জমিগুলো ক্রয় করার পর বিভিন্ন যন্ত্রের সাহায্যে গভীর গর্ত গুলো ভরাট করে জমি সমান করে।
পরবর্তীতে জমিগুলো চাষাবাদের উপযোগী হয়ে উঠলে স্থানীয়রা কোম্পানির কাছে অনুমতি নিয়ে চাষাবাদ শুরু করে এবং প্রতিশ্রুতি দেন কোম্পানির কার্যক্রম শুরু হলে যে কোন মুহূর্তে তারা জমি ছেড়ে দিবেন। এমতাবস্থায় বর্তমানে কোম্পানিটি তার ক্রয় করা জমির উপর কার্যক্রম শুরু করতে গেলে স্থানীয়দের চরম বাধার মুখে পড়ে। কোম্পানির প্রতিনিধিরা জানান, ল্যান্ডকো কতৃক পরিচালিত (মৌসুমী কৃষি খামার প্রকল্প) এর কাজ চলছে। আমরা অন্যায় ভাবে কারো জমি দখল করিনি। আমরা আমাদের জমি বুঝে নিচ্ছি। কেউ যদি জমি পেয়ে থাকে তাহলে আমরা তার কাছে জমি কিনে নেব মর্মে প্রস্তাব দেই এবং প্রয়োজনে ঐ জমির বিপরীতে অন্যত্র জমি কিনে দিবো। কিন্তু কিছু মানুষ অহেতুক কোম্পানির নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য সামনে এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হলে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জেলার চাহিদা পূরণ করে এলাকায় আরো অনেক শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন সংশ্লিষ্টরা।