
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ডাম্পার চালককে রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ও সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে তিনটি মামলা করে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। এ বিষয়ে ইউএনও মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ৩টি ডাম্পার চালকদের সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুসারে জরিমানা আদায় ও সতর্ক করা হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকার কাথা জানান।