
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচনে (২০২৪-২৫) সবগুলো পদের বিপরীতেই একের অধিক প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।
আজ ১৮ মার্চ (সোমবার) সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: মিলন হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা যায়।
সভাপতি হিসেবে একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মো: নজরুল ইসলাম হিরা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের চৌধুরী মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অফিসার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ আনিকা ও বি. এম. আশিকুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন ও জাহিদুর রহমান ; অর্থ সম্পাদক আকরাম হোসাইন; প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অব রশিদ; দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাসেল শেখ; কার্যনির্বাহী সদস্য মো:.রবিউল ইসলাম, দীপক চন্দ্র ঘরামী, আবু সালেহ মোহাম্মদ আসলাম, শামসুর নাহার খানম এবং ইউসুফ মিয়া।