ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ

ট্রাকের থামাতে গিয়ে দূর্ঘটনা;চালককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৬ সন্ত্রাসী

রাজধানীর সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় চলন্ত ট্রাক থামাতে গিয়ে ঘটনা দূর্ঘটনার ঘটনায় ট্রাক ভাঙচুর ও চালকের পায়ে গুলির ঘটনায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম।

গোয়েন্দা পুলিশ বলছে,গ্রেফতার সন্ত্রাসীরা জমি দখল, হত্যাসহ ভাড়ায় বিভিন্ন অপরাধ করে আসছে।

গ্রেফতারকৃতরা হলো রমজান আহম্মেদ নয়ন (৩৪), যুবরাজ (৩৫),মো.ইব্রাহিম হাওলাদার (৩৮),মকবুল হোসেন মুকুল (৪০),সাজ্জাদ হোসেন প্রান্ত (২৭) ও রিফাতুল্লাহ নাঈম (৩৫)

এ সময় তাদের কাছ থেকে ৪৯ রাইন্ড গুলি,৬ টি ম্যাগজিন ও পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন,রাজধানীর সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় জমি দখল বা বালু ভরাট নিয়ে বাবুল ও নজরুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি বাবুল গ্রুপ একটি জমির দখল নিয়ে গেট ও সিসিটিভি ক্যামেরা বসায়। এই গেট ভাঙ্গার জন্য নজরুল গ্রুপের হয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে চলন্ত ট্রাক থামাতে গেলে দূর্ঘটনায় সন্ত্রাসী দলের এক সদস্য আহত হয়। এই ঘটনায় সন্ত্রাসীদের একজন পিস্তল বের করলে ট্রাকে অবস্থানরত ট্রাকের মালিক মো.গোলাম ফারুক (৫৫) এবং ট্রাকের ড্রাইভার আলম (৪৫) ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

তখন ড্রাইভার আলমকে মারধর করতে থাকে ও এক সন্ত্রাসী তার ডান পায়ে গুলি করে দেয়। এই ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করলে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালককে গুলির ঘটনার মূলহোতা রমজান আহম্মেদ নয়নসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবো এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার হারুন বলেন,সবুজবাগ থানার বাইকদিয়া এলাকার জমি কেনা-বেচা ও বালু ভরাট ব্যবসা নিয়ে দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দ্বন্দ্ব চলে আসছে গ্রুপ দুটির একটির নেতৃত্বে রয়েছে বাবুল এবং আরেকটির নেতৃত্বে রয়েছে নজরুল। ঘটনার কিছুদিন আগে বাবুল গ্রুপ বাইকদিয়া এলাকায় একটি লোহার গেট ও কিছু সিসিটিভি ক্যামেরা বসায় যাতে নজরুল গ্রুপ ঐ এলাকায় বালু ভরাট করতে না পারে। ঘটনার দিন গ্রেফতারকৃত আসামীরা মূলত নজরুল গ্রুপের পক্ষে সিসিটিভি ক্যামেরা ও লোহার গেট ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছিলো। বাবুল গ্রুপের লাগানো লোহার গেট ভাঙ্গার জন্য চলন্ত ট্রাকের গতিরোধ করতে গিয়ে দুর্ঘটনাবসত সন্ত্রাসী দলের সদস্য হীরা আহত হয়। এতে রমজান ক্ষিপ্ত হয়ে ট্রাক চালক আলমের পায়ে গুলি করে দেয়। পরবর্তীতে তারা আহত হীরাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আত্মগোপনে চলে যায়।

এক ডজন মামলার আসামি রমজান;

ডিবি প্রধান বলেন,রাজধানীর বিভিন্ন থানায় রমজানের বিরুদ্ধে অস্ত্র,মাদক,ডাকাতি,ছিনতাই ও গোলাগুলি সহ প্রায় এক ডজন মামলা রয়েছে। সে খিলগাঁও,বাসাবো, সবুজবাগ,মুগদা ও মাদারটেক এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। মূলত ভাড়াটে সন্ত্রাসী হিসেবে অস্ত্রবাজী করাই তার মূল পেশা। ২০১৬ ও ২০২১ সালে অস্ত্রসহ গোয়েন্দা পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিলো। এমন কি সম্প্রতি সবুজবাগে বাক-প্রতিবন্ধী লেগুনা চালক নাদিম হোসেন (২৮) হত্যাকান্ডের শিকার হয়। এই ঘটনায় ডিবির হাতে গ্রেফতার হওয়া সাকিব ও কাউছার সন্ত্রাসী রমজানের আপন ছোট ভাই। যারা হত্যা মামলায় কারাগারে রয়েছে।

এই সন্ত্রাসীগ্রুপ সবুজবাগসহ আশেপাশের এলাকায় বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেয়। জমি,বাড়ি দখলসজ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ দেওয়ার সাহস পায় না।

গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে হারুন বলেন,এড়া মূলত অস্ত্রবাজ। তারা পেশাদার ভাড়াটিয়া সন্ত্রাসী। স্থানীয় বড় ভাইদের পৃষ্টপোষকতায় সন্ত্রাসী কাজ করে আসছে। তাদের কোনো দল নেই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ