
মা ইলিশ সংরক্ষণ অভিযানে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাল ফেলে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার সময় মোঃ দেলোয়ার হাওলাদার (৪২), মোঃ দেলোয়ার খান (৪০) ও মোঃ মোতালেব মৃধা (৪৫) কে আটক করে জরিপের করেছে দুমকী মৎস্য বিভাগ।
শুক্রবার (২৭অক্টোবর) দিবাগত রাত ৯টায় দুমকী উপজেলা মৎস্য বিভাগ থানা পুলিশ টিমের সহায়তায় টহল দেয়ার সময় তাদের আটক করা হয়।
পরে দুমকী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের তিন জনকে ১৫হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য গত ১২অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের অভিযানে মোট ৮ জন জেলেকে আটক করে জেল জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোট জব্দকৃত জালের পরিমাণ ৯৬ হাজার ৫’শমিটার, ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিন চালিত বোর্ট ও ৭ টি কাঠের নৌকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, আগামী ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।