ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

শেরপুরে থামছেনা অটো ছিনতাই : ৬ মাসে ৬ খুন

শেরপুরে দুই দিনের ব্যবধানে দুই অটো চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার অটো চালকেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই নিয়ে গত ছয় মাসে একই কায়দায় মোট ছয় জন অটোচালকে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার নালিতাবাড়ী থানার মন্ডলিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের ধান ক্ষেত থেকে অটোচালক মোশারফ হোসেনের (৪০) এর লাশ উদ্ধার করে পুলিশ। মোশারফ হোসেন নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের মো. সাফায়েত উল্লাহর ছেলে। এর আগের দিন নকলা উপজেলার ধনাকুশা এলাকার সেফাকুড়ি এলাকা থেকে মাটি চাপা দেয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামের এসএসসি পড়ুয়া এক কিশোর অটো চালকের লাশ উদ্ধার করে নকলা থানা পুলিশ। সে উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে। এছাড়াও গত বছরের ২ অক্টোবর ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়কের পাশের একটি খাল থেকে আরব আলী (২১) নামের এক অটো চালক এবং ৮ অক্টোবর ধানশাইল ইউনিয়নের কুচনিপাড়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে মো. শাহ আলম (৪০) নামের আরেক অটো চালকের লাশ উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশ। সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় আরও কয়েকটি অনুরুপ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশ অটো রিক্সা কল্যাণ সোসাইটির শেরপুর জেলার সভাপতি মোস্তফা সাংবাদিকদের বলেন, “পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হত্যা করায় তাদের পরিবার পরিজন পথে বসে যাচ্ছে। তিনি অটো চালকদের নিরাপদ জীবন ও যাত্রী পরিবহনে নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে জেলার নালিতাবাড়ী থানায় অটো ছিনতাই ও চালক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি নালিতাবাড়ী থানার কাকরকান্দি গ্রামের আঃ জুব্বারের ছেলে মো. আলমগীর হোসেন (২৪) এবং একই উপজেলার কালাকুমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো.নুরুল ইসলাম (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে আলামতসহ ছিনতাই হওয়া অটোরিক্সা। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল আলম ভূইয়ার নেতৃত্বে পুলিশের আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে।এ বিষয়ে ১৭ মার্চ রোববার দুপুরে শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের বলেন, কিছু অসাধু লোক অটো রিক্সার ব্যাটারি বিক্রি করে অল্প সময়ে বেশি আয় করার জন্য এ ধরনের কাজ করে। তবে পুলিশের নজরদারি অব্যহত রয়েছে। পুলিশ তৎপর আছে বলেই ২৪ ঘন্টার মধ্যে দুটি হত্যা রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে এর সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা গেছে। আমরা সচেতনতা বৃদ্ধি এবং রাতে অটো চালানার ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করতে নানা পদক্ষেপ নিয়েছি।

শেয়ার করুনঃ