রাজশাহীর তানোরে নিজ বাড়ির সামনের জায়গাতে ঘর তৈরিতে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এঘটনায় রোববার বিকালে তানোর উপজেলা চান্দুড়িয়া ইউপির শিলপুর গ্রামের মুকছেদ আলীর পুত্র দেলসাদ (৩১) বাদি হয়ে একই গ্রামের মৃত নয়িম উদ্দীনের পুত্র নছিম উদ্দিন (৪০) এর বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, দেলসাদ তার বাড়ির সামনের রাস্তার ধারের নিজ নামীয় জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তিনি বাড়ির সামনের ওই জায়গায় একটি ঘর নির্মান শুরু করেছেন।
এঅবস্থায় রোববার দুপুর ১২ টার দিকে অভিযুক্ত নছিম উদ্দিন ওই জায়গা খাস এবং তার নামে রাজশাহী বিভাগীয় কমিশনের কাছ থেকে লীজ নিয়েছেন দাবি করে ঘর নির্মান কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
এবিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য জায়গার মালিক দেলসাদ তানোর থানা পুলিশ ও তানোর উপজেলা নির্বাহী অফিসার, তানোর সহকারী কমিশনার ভুমিসহ উর্বধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে যোগাযোগের জন্য অভিযুক্ত নছিম উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও নিতি ফোন রিসিভ করেননি। এঘটনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।