
পঞ্চগড়ে’র মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল পদে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোন প্রকার ঘুষ বাণিজ্য ছাড়াই স্বচ্ছতার সাথে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করেন নিয়োগ কতৃপক্ষ। শনিবার (১৬ -মার্চ) সংশ্লিষ্ট কলেজে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ জন আবেদনকারীর মধ্য থেকে চারজন নিয়োগ প্রত্যাশী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে রাব্বি এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। যে কারনে উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা এখন সবার মুখে মুখে। স্থানীয়রা জানান, ইতিপূর্বে এরকম স্বচ্ছ নিয়োগ পরীক্ষা খুব দেখা গেছে। শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ বোর্ড দৃষ্টান্ত স্থাপন করেছে।
এরকম স্বচ্ছ নিয়োগ পরীক্ষা শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে মোঃ আবুল কালাম আজাদ কে ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ প্রদান করা হয়। এ বিষয়ে মাঝিপাড়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ হবিবর রহমান বলেন, ইতিপূর্বে চারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নিয়োগ প্রত্যাশী পাওয়া যায়নি। পঞ্চম বারের মত পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার মধ্য দিয়ে এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। যারা আবেদন করেছিলেন প্রত্যেককেই ডাকযোগে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পরীক্ষা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং প্রবেশপত্র দেওয়া হয়েছে। চার জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। নিয়োগ বোর্ডের যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যাক্তিকেই উক্ত পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কে কোনো প্রকার দ্বিমত বা কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।