
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৭ মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, হিসাব রক্ষক কর্মকর্তা মদন কুমার দাস, সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন,সোনালী ব্যাংক কাজদিয়া শাখার ব্যবস্থাপক অসিত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান,এজিএম এম এ হালিম,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, মুনসুর আলী বিশ্বাস প্রমূখ।