
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া সারা দেশের ন্যায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ইং উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।এ উপলক্ষে সরকারি, আধাসরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে
১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্টিত হয়, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাতিয়া উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী, গেস্ট অব ওনার হিসাবে উপস্থিত ছিলেন, হাতিয়া দ্বীপের একমাত্র নারীনেত্রী আয়েশা আলী ফেরদৌস, উপজেলা ভূমি কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাফায়েতুল্লাহ, পৌরসভা মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, সহ প্রমূখ।